Introduction:
IELTS Reading অনেকের জন্য সময়ের যুদ্ধের মতো! মাত্র ৬০ মিনিটে ৩টা passage শেষ করা সহজ নয়। কিন্তু কিছু নির্দিষ্ট কৌশল জানলে তুমি সহজেই সময় বাঁচিয়ে সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারবে।
চলো দেখে নিই সেই ৭টি proven technique
1.Questions আগে পড়ো
Passage পড়ার আগে প্রশ্নগুলো পড়ে নাও। এতে তুমি জানবে কোন information দরকার, ফলে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবে।
Example:
If the question is about “reasons of climate change,”
তাহলে তুমি শুধু সেই অংশেই মনোযোগ দেবে যেখানে কারণ ব্যাখ্যা করা আছে।
2. Skimming & Scanning ব্যবহার করো
Skimming মানে দ্রুত চোখ বুলিয়ে মূল ধারণা ধরা, আর Scanning মানে নির্দিষ্ট শব্দ বা তথ্য খোঁজা।
এই দুই টেকনিক একসাথে ব্যবহার করলে সময় অনেক কমে যাবে।
Tip: প্রথমে paragraph-এর প্রথম ও শেষ লাইন পড়ো, এতে মূল বিষয়টা বুঝে যাবে।
3. Keywords হাইলাইট করো
প্রশ্নে থাকা গুরুত্বপূর্ণ শব্দ যেমন names, years, numbers, adjectives হাইলাইট করো।
এরপর passage-এ সেই শব্দগুলো বা synonym খুঁজে বের করো।
4.Synonym চিনে রাখো
IELTS Reading-এ direct word match সবসময় থাকে না।
Example:
Question-এ লেখা “increase”, কিন্তু passage-এ লেখা থাকতে পারে “grow”, “rise” বা “surge”।
5.Time Divide করে পড়ো
মোট সময় ৬০ মিনিট →
- Passage 1 = 15 মিনিট
- Passage 2 = 20 মিনিট
- Passage 3 = 25 মিনিট
[ সময় শেষে বেশি ভাবনা না করে পরের অংশে চলে যাও।]
6. True/False/Not Given-এ বেশি সময় দিও না
এই প্রশ্নগুলো tricky হয়, তাই এক প্রশ্নে আটকে থেকো না। উত্তর না পেলে mark দিয়ে রাখো, শেষে ফিরে এসো।
7.Practice = Success
প্রতিদিন একেকটা passage solve করো stopwatch দিয়ে।
ধীরে ধীরে তুমি সময়ের মধ্যে পুরো test শেষ করতে পারবে।
Conclusion:
সময় বাঁচাতে চাইলে কৌশলে কাজ করতে হবে।
এই ৭টি টেকনিক apply করলে তুমি IELTS Reading-এ শুধু দ্রুতই নয়, বরং accuracy-সহকারে উত্তর দিতে পারবে।
